
মঙ্গলবার ০৬ মে ২০২৫
প্রতিদিন বেহালা সখেরবাজার থেকে খালি পায়ে পার্ক স্ট্রিটে এসে ধূপকাঠি বিক্রি করেন বছর ষাটের শৈলেন রায়। পায়ে হেঁটে ঘুরতেই স্বাচ্ছন্দ্য শৈলেন। শুধু কলকাতা শহর নয়, পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন দার্জিলিং থেকে কাশ্মীর, চেন্নাই থেকে পাঞ্জাব। একার সংসারে ধূপকাঠি বিক্রেতা শৈলেনের একমাত্র অবসরযাপনের সঙ্গী শৈলেনের আবৃত্তি-চর্চা। ভিডিওতে রইল এই কলকাতার শিল্পী 'পথিক'-এর আবৃত্তির ঝলক।